রিংয়ে ঝুললে কি লম্বা হওয়া যায়?

বাচ্চা একটু খাটো দেখলেই অনেকে রিংয়ে ঝোলার উপদেশ দেন। ভাবেন, রিংয়ে ঝুললে বুঝি লম্বা হওয়া যায়। আর এই ভেবে বাবা-মা হয়তো সারা দিন বাচ্চাকে রিংয়ের মধ্যে ঝুলতে বলেন।

ধারণাটি বেশ পুরোনো। তাই এখনো অনেকেই এই ধারণা বিশ্বাস করেন। তবে ধারণাটি কতটা সঠিক? আসুন শুনি, বঙ্গব্ন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর কাছ থেকে।

অধ্যাপক আবদুল্লাহ বলেন, রিংয়ে ঝুললে লম্বা হওয়া যাবে—এই ধারণা একেবারে ঠিক নয়। মানুষ বিভিন্ন কারণে বেঁটে হয়। লম্বা হওয়ার বিষয়টি অনেকটাই নির্ভর করে জিনের ওপর। যদি বাবা-মায়ের মধ্যে কেউ বেঁটে হয়, তবে শিশুটির বেঁটে হওয়ার আশঙ্কা থাকে।

এ ছাড়া বিভিন্ন রোগের কারণে মানুষ বেঁটে হতে পারে। থাইরয়েড হরমোনের অভাব, অপুষ্টি, ডায়াবেটিস, লিভারের রোগ, কিডনির রোগ—এসব কারণে অনেক সময় মানুষ বেঁটে হতে পারে।

এসব সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন জানিয়ে অধ্যাপক আবদুল্লাহ বলেন, ‘অপুষ্টি থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে পুষ্টিকর খাবার খেতে হবে। রোগের কারণে বেঁটে হলে চিকিৎসা করাতে হবে।’



মন্তব্য চালু নেই