রিও বিমানবন্দর ত্যাগে দুই মার্কিন সাঁতারুকে বাধা

ছিনতাইয়ের অভিযোগকারী দুই মার্কিন সাঁতারুকে ব্রাজিলের রিও বিমানবন্দরে আটকে দিয়েছে স্থানীয় পুলিশ। অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসির।

আটকে দেওয়া দুই সাঁতারু হলেন, গানার বেন্টজ ও জ্যাক কংগার। বৃহস্পতিবার(১৮ আগস্ট) খবরে বলা হয়েছে, এই সাঁতারুরা অভিযোগ করেছিলেন, আসর চলাকালে তারা চার মার্কিন সাঁতারু অস্ত্রধারী সন্ত্রাসীরদের দ্বারা ছিনতাইয়ের শিকার হয়েছেন। যার প্রেক্ষিতে তদন্ত শুরু করে ব্রাজিল পুলিশ। কিন্তু এ ধরনের কোন ঘটনার সত্যতা না পাওয়ায় তাদের ব্রাজিল ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে এদিন তাদেরকে বিমান থেকে নামিয়ে আনা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থাকা আর এক সাঁতারু রায়ান লোকট আগেই ব্রাজিল ছেড়ে গেছেন। আর অপর এক সাঁতারু জ্যামস ফিগেন ব্রাজিলেই আছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যপারে স্থানীয় পুলিশ দাবি করেছে, ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট। অন্যদিকে ঘটনার শিকার দেশে ফেরা অন্য সাঁতারু রায়ান লোকট গণমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি কোনভাবেই বানোয়াট নয়। সত্যিই তারা এ ধরনের ঘটনার শিকার হয়েছিলেন সেখানে।



মন্তব্য চালু নেই