‘রিজভীকে সাত দিনের মধ্যে নতুন পাসপোর্ট দেওয়ার নির্দেশ’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রায়ের কপি পাওয়ার ৭ দিনের মধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ বিষয়ে আগে জারি করা রুল ‘যথাযথ’ ঘোষণা করে মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন।

রিজভীকে কেন নতুন পাসপোর্ট প্রদান করা হবে না, তা জানতে চেয়ে গত ৭ জুন রুল জারি করেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।

তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। সেই রুল শুনানি করে আজ আদালত এই রায় দেন।

হাইকোর্ট রুল জারির পর আইনজীবী জহিরুল ইসলাম সুমন জানিয়েছিলেন, রিজভীর পাসপোর্টের মেয়াদ ২০১৫ সালের ১০ ডিসেম্বর শেষে হয়েছে। তাই নতুন পাসপোর্টের জন্য ওইদিনই তিনি আবেদন করেন। তাকে নতুন ৩১ ডিসেম্বর নতুন পাসপোর্ট সরবরাহের তারিখ দেওয়া হয়।

এরপর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও কোনো কারণ না দেখিয়েই পাসপোর্ট সরবরাহ করা হয়নি। তাই গত ২৯ মে রিজভী হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনে তাকে নতুন পাসপোর্ট সরবরাহের নির্দেশনা চাওয়া হয়।



মন্তব্য চালু নেই