রিজার্ভ চুরির বিষয়টি দুঃখজনক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়টিকে দুঃখজনক বললেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘খোয়া যাওয়া টাকা কীভাবে উদ্ধার করা যায় আর ভবিষ্যতে কীভাবে চুরি বন্ধ করা যায় এটি এখন বড় বিষয়।’

রোববার সন্ধ্যায় একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিতে এসে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে বাংলামেইলকে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

রিজার্ভ চুরি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকিং খাতে আইসিটি একটি নতুন মাত্রা। এর যেমন ভালো দিক রয়েছে, তেমনি রয়েছে খারাপ দিকও। তবে দুষ্টু লোকেরা এটাকে খারাপ পথে ব্যবহার করে।’

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পারটেক্স গ্রুপের একটি হেলিকপ্টারে করে বিকেল সাড়ে পাঁচটায় নীলফামারী পুলিশ লাইন্স মাঠে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর।

সন্ধ্যা সাতটায় সংস্কৃতি মন্ত্রীসহ স্থানীয় মশিউর রহমান কলেজ মাঠে টিভি চ্যানেলের ওই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই