রিজার্ভ লোপাট মামলার তদন্তে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুটের ঘটনায় মতিঝিল থানায় করা মামলাটি সিআইডি তদন্ত করবে। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মো. জোবায়ের বিন হুদা বাদি হয়ে মঙ্গলবার দুপুরে মামলাটি করেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার অর্গানাইজড ক্রাইম মির্জা আবদুল্লাহ হেল বাকী বলেন, মামলার কাগজপত্র হাতে পেয়েছি। তবে বেশ কিছু আইনি জটিলতা রয়েছে। যা করতে কিছু সময় লাগবে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মানি লন্ডারিং আইনে মামলাটি করা হয়েছে। মামলা নম্বর ১৩। তবে আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।

তিনি আরও জানান, মানি লন্ডারিং আইনের মামলাগুলোর তদন্ত সাধারণত সিআইডি করে থাকে। এ মামলার তদন্তও তারা করবে। আমরা মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করেছি। সিআইডি থেকে এখন তদন্ত কর্মকর্তা ঠিক করা হবে।



মন্তব্য চালু নেই