রিপাবলিকান বিজ্ঞাপনে ‘বেশি কালো’ ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে জাতিগত বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গিকে সুকৌশলে কাজে লাগানো হয়। এ অভিযোগটি রক্ষণশীল রিপাবলিকান পার্টির বিরুদ্ধে এবারও উঠেছে। ২০০৮ সালের নির্বাচনে একটি টেলিভিশন বিজ্ঞাপনে রিপাবলিকান পার্টি তাদের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামার ত্বক অধিক কালো করে প্রচার করেছিল। বিশেষ জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ভোটারদের মনোভাব চাঙ্গা করতেই এমনটি করা হয়েছিল। সাম্প্রতিক এক গবেষণায় এ কথা বলা হয়েছে।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি জাতিগত দৃষ্টিভঙ্গি ও নৃতাত্তি্বক উত্তরাধিকারকে সুকৌশলে সামনে নিয়ে এসে ভোট আদায়ের চেষ্টা করছে। এক গবেষণায় বলা হয়, ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী জন ম্যাককেইনের একটি বিজ্ঞাপনে প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার চেহারা অধিক কালো করে দেখানো হয়।

ওই নির্বাচনের ১২৬টি বিজ্ঞাপনে ম্যাককেইন ও ওবামার ছবি ডিজিটালি বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, বিভিন্ন বিজ্ঞাপনে এ দুই প্রার্র্থীর ছবি একেক রকম দেখা গেছে। নির্বাচনের সময় যত গড়িয়েছে ওবামাকে তত কালো এবং ম্যাককেইনকে তত উজ্জ্বল করে দেখানো হয়েছে।



মন্তব্য চালু নেই