রিভিউ করার সুযোগ নেই : রাষ্ট্রপক্ষ

রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ-আল-মালুম বলেছেন, কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ নেই। ১৯৭৩ সালের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের আলোকে চূড়ান্ত রায়ের বিরুদ্ধে কোনোভাবেই আর রিভিউ করা যাবে না।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এ রায়ের পর জেয়াদ-আল-মালুম এসব কথা বলেন।

রায় কার্যকরের বিষয়ে তিনি বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি সরকারের পক্ষ থেকে ঢাকার জেলা প্রশাসকের কাছে যাবে। এরপর আইন অনুযায়ী জেল কর্তৃপক্ষের সঙ্গে জেলা প্রশাসক আলোচনা করবেন। ৩০ দিনের সময়কালের মধ্যে তারিখ এবং সময় নির্ধারণ করে ফাঁসি কার্যকর করা হবে।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই বিচারকার্যের মধ্য দিয়ে দেশ এবং জাতি এগিয়ে যাবে।’



মন্তব্য চালু নেই