রুবেলকে মানসিক চাপ থেকে মুক্তি দিতে চান হ্যাপি

শেষ পর্যন্ত হয়তো অবসান হতে যাচ্ছে রুবেল-হ্যাপি নাটকের। রুবেলকে মানসিক চাপ থেকে মুক্তি দিতেই আর আপিল করবেন বলে নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন হ্যাপি। একইসাথে রুবেলের জন্য শুভকামনা করে দোয়া করেছেন হ্যাপি।

হ্যাপি লিখেছেন,
‘আমি যদি মামলা আবারও চালাতে চাই তাহলে ২০ তারিখের মধ্যে হাইকোর্টে আপিল করতে হবে। কিন্তু আমি করব না। কি হয়েছে না হয়নি আল্লাহ একমাত্র জানেন। তাই আমাকে কে কি বলল এটা নিয়ে ভাবছি না। কারন আমি চাই রুবেল ভাল থাকুক।আমাদের রাগ আর জেদের বশে অনেক কিছুই হয়ে গেছে,আমি চাই না এই মামলা ঝামেলা আর সামনের দিকে এগিয়ে নিতে।ফাইনালি মামলাতে সুষ্ঠু বিচার হত কী হত না এটা অনেক পরের বিষয়,কিন্তু আমি চাইলে মামলা ঝুলিয়ে রেখে রুবেলকে মানুষিক চাপে রাখতে পারতাম,কিন্তু আমি সেটা চাইনা। আমি মন থেকে চাই রুবেল সত্যিই অনেক অনেক ভাল থাকুক। রুবেলের ওপর আমার কোন রাগ নেই। যা হয়েছে তা বোধহয় আমার নসিবে ছিল। আল্লাহ না চাইলে কিছুই হয় না,আমি এটা বিশ্বাস করি।জোর করে তো আর ভালবাসা হয়না! আমি বোকা তাই অামার সাথে অভিনয়টা ঠিক বুঝতে পারিনি। আসলে সব দোষ আমারই। আমি আবারও বলছি রুবেল ,২০ তারিখের পর যেকোন সময়ে তুমি আমার নামে মানহানির মামলা বা যে কোন মামলা করতে পারো। আমার তাতে কোন সমস্যা নেই বরং খুশি হব। আমি চাই আমার জীবনটা তুমি পরিপূর্নভাবে শেষ করে দাও। যেটুকু বাকি আছে এটা থাকা বা না থাকা সমান কথা।তবুও তোমার জন্য অনেক দোয়া করি।’



মন্তব্য চালু নেই