রূপকথাকেও হার মানায় আইএসের রাজপ্রাসাদ!

আরব্য রজনীর রূপকথার গল্প কেবল বই-পুস্তকেই পড়েছেন সবাই। চোখে দেখার নিশ্চয়ই সুযোগ হয়নি। তবে সম্প্রতি উগ্রপন্থী জঙ্গি সংগঠন ইসলামি ষ্টেট (আইএস) এর প্রকাশিত ছবিতে সদর দফতরটি দেখলে হয়তোবা সে সুযোগ কিছুটা পূরণ করতে পারবেন।

চারিদিকে ধূসর মরুভূমি। তারই মাঝে শ্বেতশুভ্র প্রাসাদ। মরুদ্যানের মতো বিশাল বাগান। নানা ফুল ও ফলের গাছে ভরা। ঝরনার শব্দ প্রাণ জুড়িয়ে দেয়। কত বড় সেই প্রাসাদ? না, বাইরে থেকে দেখে আন্দাজ করা মুশকিল।

জানা যায় কাতারে সিরিয়া সীমান্ত ঘেঁষা মরুভূমির মাঝখানে তৈরি ওই প্রাসাদটি নাকি কাতারের রাজ পরিবারের থেকে ছিনিয়ে নিয়েছে আইএস। শেখ তামিম বিন হামাদ বিন খালিফা আল থানি নামে আরবের এক ধনকুবের তৈরি করেছিলেন ওই প্রাসাদ। আপাতত যেটি আইএসের সদর দফতর।

সম্প্রতি আইএস তাদের ওয়েবসাইটে নতুন অফিসের কয়েকটি ছবি প্রকাশ করেছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, গোটা প্রাসাদটিই তৈরি শ্বেতপাথরে। সুইমিং পুল, ফলের বাগান, বৈঠক ঘর-কত কিছু! ধারণা করা হচ্ছে ব্রিটিশ মুদ্রায় গোটা প্রাসাদটির আনুমানিক মূল্য হবে দুইশত কোটি পাউন্ড। – জাগোনিউজ



মন্তব্য চালু নেই