রেজাউদ্দিন স্টালিনের কবিতা

নতুন পিরামিড

ফিলিস্তিনের আকাশে চাঁদ ওঠে
হেলমেট মাথায়

বর্ম বুকে ওঠে সূর্য
তারারা নিঃশব্দে কাঁপে ভয়ার্ত শিশির
ধোঁয়াভারানত মেঘ চরে বেড়ায়
উঠোনে-উঠোনে
রক্তের নদী মরে পড়ে থাকে বিছানায়
মাথার উপর কাকেরা চেঁচায়
চিলের চিৎকারে ছিঁড়ে যায় দিগন্ত
বোমারু ঈগল আগুনের ডিম দেয় শূন্যে

কোথাও কোনো আর্তনাদ নেই
ধ্বংস আর হত্যা স্বাভাবিক করে দিয়েছে নিয়ম
বরফ আর আগুনের স্বাদ শিশুদের জিহ্বায় এক
জীবন আর মৃত্যুর মাঝখানে শুধু স্মৃতিস্তম্ভ

মানুষের মাথার খুলির পিরামিড
সম্পূর্ণ নতুন
তাকে এখনো পাহাড়া দেয় স্ফিংস



মন্তব্য চালু নেই