রেলপথের নিরাপত্তা জোরদারের তাগিদ

দেশে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে রেলওয়েকে সম্পূর্ণ নিরাপদ ও যাত্রী চলাচলের উপযোগী রাখতে নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়। এছাড়া রেলপথে অবৈধ মালামাল ও ঝুঁকিপূর্ণ সরঞ্জামাদি যাতে ঢুকতে না পারে সে জন্য প্রয়োজনীয় সংখ্যক চেক পয়েন্টে, লাগেজ স্ক্যানার ও বডি স্ক্যানার দ্রুত স্থাপনের সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য মো. মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, মো. সিরাজুল ইসলাম মোল্লা এবং ফাতেমা জোহরা রানী বৈঠকে উপস্থিত ছিলেন।

রেলওয়ের জমিতে অবৈধ সাব-লেট ও বিদ্যুৎ সংযোগকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।



মন্তব্য চালু নেই