‘রোজা-নামাজ করায় দলের সবাই আমাকে অনেক সন্মান করে’

ত্রিদেশীয় সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার মূল বোলিং হাতিয়ার ইমরান তাহির। রমজান সমাগত।

পবিত্র রমজান ও একই সাথে ক্রিকেট লড়াই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার তারকা ইমরান তাহির বলেছেন, রজমানে রোজা রাখব। নামাজ মিস না করে ৩০ টি রোজা রাখতে চেষ্টা করব।

তিনি বলেন, এখানে আমি ভিন্ন সংস্কৃতির মানুষ। কিন্তু রোজা-নামাজ করায় সবাই আমাকে অনেক সন্মান করেন। নামাজ পড়ার জন্য আমাকে অনেকে রুম ছেড়ে দেয়। দলের সাথে থাকলেও কোরআন-সুন্নাহর নির্দেশনা মানতে কোনো সমস্যা হয়না।

প্রসঙ্গত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মধ্যে হবে ক্রিকেটীয় লড়াই। হাশিম আমলা, আদিল রশিদ ও মইণ আলীও রয়েছেন ধার্মিক ক্রিকেটার হিসেবে। রোজার মাসে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্রিকেট নিয়েও ব্যস্ত থাকবেন তারা।



মন্তব্য চালু নেই