রোদের তাপেই ডিম ভাজলেন গৃহবধূ!

তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ। কিন্তু এই মুহূর্তে গরমের যে প্রকোপ কতটা মারাত্মক আকার ধারণ করেছে তা ঘরের বাইরে গেলেই বোঝা যায়। কিন্তু গরমের তাপমাত্রা কি এতটাই বেড়েছে যে তাতে ডিম ভাজা যায়!

প্রতিবেশি ভারতের তেলঙ্গানার সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) শুক্রবার একটি প্রতিবেদনে প্রকাশ করেছে ভিডিওসহ। ওই প্রতিবেদেন বলা হয়, দিনের বেলা তীব্র তাপে বাড়ির ছাদে ডিম ভাজি করেছেন এক গৃহবধূ।

বাড়ির ছাদে গৃহবধূর ওই ডিম ভাজার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে আর মুহূর্তেই ভাইরাল। ভিডিওতে দেখা যায়, ডিম ফাটিয়ে তিনি বাড়ি ছাদের মেঝেতে দিতেই তা জমে গেল। যেমনটা, উনুনে কড়াইতে দিলে হয়।

এদিকে, হায়দ্রাবাদ আবহাওয়া দফতর জানিয়েছে, তেলাঙ্গনা ও অন্ধ্রপ্রদেশের তাপমাত্রা শনি ও রোববার অবস্থান করবে ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়ামের মধ্যে। তীব্র গরমের কারণে ইতিমধ্যে তেলঙ্গানায় স্কুলগুলোতে আগাম গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই