রোনালদো আছেন কিন্তু নেই মেসি !

সময় খারাপ গেলে যা হয়। চোটের কারণে এমনিতেই মাঠের বাইরে অবস্থান করছেন লিওনেল মেসি। এরই মধ্যে মেসি ভক্তদের আরেকটি হতাশার খবর। সদ্য প্রকাশিত সেরা ধনী অ্যাথলিটদের তালিকায় ঠাঁই পাননি বার্সেলোনার এই আর্জেন্টাইন।

ফোর্বস ম্যাগাজিনের যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে জায়গা হয়নি এলএম টেনের। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন এই তালিকায়। এবারও ভারতীয় দলের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রিয়াল তারকা রোনালদোর আগেই রয়েছেন।

ফোর্বসের তালিকায় প্রথম দুই স্থানে রয়েছেন টাইগার উডস ও ফিল মাইকেলসন। অন্যদিকে, সেরা ধনী ফুটবল দলের তালিকায় সবার উপরে রয়েছে রিয়াল মাদ্রিদ (৪৬৪ মিলিয়ন ডলার)। তারপরেই রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (৪৪৬ মিলিয়ন ডলার), বার্সেলোনা (৪৩৭ মিলিয়ন ডলার), বায়ার্ন মিউনিখ (৩৭৫ মিলিয়ন ডলার) যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।

এক ঝলকে দেখে নেওয়া যাক সেরা দশ ধনী অ্যাথলিটদের:

১) টাইগার উডস (৩০ মিলিয়ন ডলার)
২) ফিল মাইকেলসন (২৮ মিলিয়ন ডলার)
৩) লেবর্ন জেমস (২৭ মিলিয়ন ডলার) ও
৪) রজার ফেদেরার ( ২৭ মিলিয়ন)
৫) মহেন্দ্র সিং ধোনি ( ২১মিলিয়ন ডলার)
৬) উ‍সাইন বোল্ট ( ১৮ মিলিয়ন ডলার)
৭) কেভিন ডুরান্ট (১৮ মিলিয়ন)
৮) ক্রিশ্চিয়ানো রোনালদো (১৬ মিলিয়ন ডলার)
৯) ররি ম্যাকলরয় (১২ মিলিয়ন ডলার)
১০) ফ্লয়েড মেওয়েদার জুনিয়র ( ১১.৫ মিলিয়ন ডলার)



মন্তব্য চালু নেই