রোবটের সঙ্গে তরুণীর লিভ টুগেদার!

নিজের নকশা করা একটি থ্রিডি প্রিন্টেড রোবটের সঙ্গে এক বছর ধরে লিভ টুগেদার করছেন এক তরুণী।

এবার ওই রোবোটকেই বিয়ে করতে চান ফ্রান্সের আলোচিত ওই তরুণী। যন্ত্রমানব আর মানব। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে ।খবর জিনিউজের।

লিলি বলেন, বর্তমান বিশ্বে যেখানে সত্যিকারের ভালোবাসা পাওয়া সত্যিই খুব কঠিন, সেখানে নিজের হাতে তৈরি রোবোট ইনমুভেটরের মধ্যেই আমি তা খুঁজে পেয়েছি। এক বছর ধরে ওর সঙ্গে আছি। আমি রোবোসেক্সুয়াল। এতে লজ্জার কী আছে? আমি খুব খুশি। তাই ইনমুভেটরকেই বিয়ে করতে চাই।

এখানেই শেষ নয়, লিলি জানিয়েছেন, কীভাবে ১৮ বছর বয়স থেকেই রোবটের প্রতি আকৃষ্ট তিনি। কীভাবে মানুষের স্পর্শে তার অস্বস্তি হত।

এদিকে ফ্রান্সে এখনও মানব-রোবোট বিয়ে আইনত সিদ্ধ নয়। তাই যতদিন না নতুন আইন আসছে, ততদিন এভাবেই ‘হ্যাপিলি এনগেজড’ থাকতে চান লিলি।



মন্তব্য চালু নেই