রোমান্টিক সম্পর্ক ভেঙে দেয় সেলফোন!

প্রেমের সম্পর্ককে সচল রাখতে সেলফোনের তুলনা নেই, এ কথা কে না জানে! ফোন না থাকলে কি প্রিয়জনের সঙ্গে যখন তখন কথা বলা যেত? অথচ ফোনকেই কি না মনে করা হচ্ছে প্রেমের শত্রু! এমনটিই জানা গেছে সাম্প্রতিক গবেষণা থেকে।

গবেষকরা বলেছেন, সেলফোনের কারণে রোমান্টিক সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং জীবন হতাশায় ছেয়ে যায়।

যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক ৪৫৩ জনের উপর একটি গবেষণা চালানো হয়েছে। এতে দেখা গেছে, প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর ক্ষেত্রে ফোন বাঁধা হয়ে দাঁড়ায়। দুজনের জরুরি আলোচনার সময় ফোনের মাধ্যমে তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে সম্পর্কে ভাঙন দেখা দেয়।

গবেষক জেমস এ রবার্ট বলেন, কেউ যদি মনে করে সঙ্গী তাকে গুরুত্ব দিচ্ছে না, তাহলে সে সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এক পর্যায়ে জীবনের প্রতিও আগ্রহ হারিয়ে ফেলে এবং হতাশ হয়ে পড়ে।

গবেষক মেরেডিথ ডেভিড বলেন, দুজন একসঙ্গে বেড়ানোর সময় সঙ্গীর ফোনে আরেকজনের ফোন আসলে তা সম্পর্কের জন্য ক্ষতিকর। তাই এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি আমরা।

হিউম্যান বিহেভিয়ার সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়েছে।



মন্তব্য চালু নেই