রোহিত শর্মার অস্ত্রোপচার সম্পন্ন, যা বললো বিসিসিআই

লন্ডনে ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মার ডান থাইয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন তিনি বেশ ভালোভাবেই সেরে উঠছেন বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বোর্ডের এক বিবৃবিতে বলা হয়েছে, শুক্রবার লন্ডনে ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মার ডান থাইয়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পুরো অস্ত্রোপচার বেশ সফল হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে রোহিতকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।

পুরো চিকিৎসা প্রক্রিয়া বিসিসিআই মেডিকেল টিম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাথে সাথে তার সুস্থতাও কামনা করেছে। ম্যাচের জন্য ফিট করে তুলতে তারা সর্বাত্মক সহযোগিতা করবে।

এই ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চলমান টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন রোহিত। নিজের টুইটার অ্যাকাউন্টে হাসপাতালের বিছানায় শোয়া অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন রোহিত।



মন্তব্য চালু নেই