র‌্যাবের অ্যাপসে ৪ হাজার অভিযোগ

উদ্বোধনের পর এলিট ফোর্স র‌্যাবের অ্যাপসে (Report 2 RAB) প্রায় চার হাজার অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যে এ সব অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

রোববার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, প্রতিদিনই অ্যাপসটিতে অভিযোগ আসছে। গুরুত্বভেদে অভিযোগ তদন্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি এই অ্যাপসে দেশের সব প্রান্তের মানুষকে জঙ্গি-সন্ত্রাসীসহ যে কোনো অপরাধের তথ্য দেওয়ার অনুরোধ করেন।

তিনি আরো বলেন, অভিযোগকারীর নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিতে এখন আর বেগ পেতে হচ্ছে না। শুধু হাতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকলেই হবে। আর থাকতে হবে ইন্টারনেট সংযোগ।

গত ১১ জুলাই র‌্যাবের সদর দপ্তরে অ্যাপসটির উদ্বোধন করেন মহাপরিচালক বেনজীর আহমেদ। মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকলে গুগলের play store গিয়ে Report 2 RAB অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করে অভিযোগ দেওয়া যাবে।



মন্তব্য চালু নেই