র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত

গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা ও নারী নির্যাতন মামলার আসামি জুয়েল নিহত হয়েছে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, মঙ্গলবার সকালে টঙ্গীর নৌবন্দর এলাকা থেকে জুয়েলের লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি এখন থানায় রয়েছে। জুয়েলের বিরুদ্ধে দুটি হত্যা, দুটি অস্ত্র মামলা ও নারী নির্যাতনের মামলা রয়েছে।

র‍্যাবের দাবি, গতকাল সোমবার রাত আড়াইটার দিকে টঙ্গীর নৌবন্দর এলাকায় জুয়েল অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১-এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় জুয়েল র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যান জুয়েল। পরে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, একটি গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে বাহিনী।



মন্তব্য চালু নেই