র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী কালা জনি নিহত

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আল আমিন ওরফে কালা জনি ওরফে জনি সর্দার নিহত হয়েছেন, যিনি হত্যা-ধর্ষণসহ ১৫টি মামলার আসামি।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ইস্টার্ন হাউজিং এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৪) এর টহল টিমের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন বলে বাংলামেইলকে জানিয়েছেন র‌্যাব-৪ এর অধিনায়ক লুৎফুল কবির।

তিনি জানান, রূপনগরের ওই এলাকায় সন্ত্রাসী জনিসহ তার লোকজন সন্ত্রাসী কার্যক্রমের জড়ো হচ্ছিল, এমন সংবাদ পেয়ে র‌্যাবের টহল দল সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসী জনি গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যান।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে।

পরে পরে ওই ‘সন্ত্রাসীর’ পরিচয় জানা যায়। জনির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় খুন, ধর্ষণ ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।



মন্তব্য চালু নেই