র‌্যাব-পুলিশের ওপর জনগণের আস্থা নেই

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘আজ পুলিশ-র‌্যাব-আর্মির ওপর জনগণের কোনো আস্থা নেই। ব্যালটের মাধ্যমে ভোট দিতে না পারলে প্রশাসনের ওপর মানুষের আস্থা কমে যায়।’

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী তাঁতীদল নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত সাংগঠনিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হলে, কথায় কথায় গুম, খুন করা হলে, জনগণের উচ্চকণ্ঠ সাময়িকভাবে দমে যায়। আর সেখানে লুটপাটের সুযোগ বেড়ে যায়।’

তিনি বলেন, ‘দেশে এখন শুধু যে গণতন্ত্র নেই তা নয়, যারা রাজনীতি করে না তারাও সরকারের নির্যাতনে আজ অতিষ্ঠ। খুন-গুম এখন সরকারের নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘সরকার অনেক কিছু দিতে চায় কিন্তু ভোটের অধিকার দিতে চায় না। কারণ, তাহলে জনগণ ভোটের মাধ্যমে সরকারকে পরাজিত করবে।’

নোমান বলেন, ‘আমরা খালেদার নেতৃত্বে সুসংঠিত হওয়ার চেষ্টা করছি। কিন্তু সরকার আমাদের সাংবিধানিক অধিকারের সুযোগ দিচ্ছে না। ঘরে ভিতরে সমাবেশ করতে পারব না, মাঠে সমাবেশ করতে পারবো না, তাহলে কী করব? হাজার হাজার নেতাকর্মী আজ জেলে। জেলে থেকেই তারা বলছেন, আপনারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যান।’

এ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন হবেই হবে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমি মনে করি, জনগণ বিএনপির জন্য বসে থাকবে না। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং সরকারের নির্যাতন ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ আন্দোলন চালিয়ে যাবে।’

এসময় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক হাবিবুব রহমান হাবিব বলেন, ‘দুজন বিদেশি হত্যার সঙ্গে খালেদা জিয়ার সম্পৃক্ততা খুঁজে বের করতে চান এ সরকারের দুর্নীতিগ্রস্ত মন্ত্রী নাসিম। আমি জোর দিয়ে বলতে চাই, দুটি হত্যার সঙ্গে বিএনপি-জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই।’

তিনি বলেন, ‘গার্মেন্ট শিল্প আজ ধ্বংসের পথে। কারণ, সরকারের মিথ্যাচারের কারণে বায়াররা বাংলাদেশে আসতে চায় না।’

নারায়ণগঞ্জ জেলা শাখা তাঁতীদলের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন, বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক ও তাঁতী দলের সভাপতি হুমায়ূন ইসলাম খান, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।



মন্তব্য চালু নেই