লন্ডনে টিউব স্টেশনে হামলা, আহত ৩

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের লেটনস্টনে একটি টিউব স্টেশনে স্থানীয় সময় শনিবার রাতে ছুরিকাঘাতের ঘটনায় তিনজন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারী ব্যক্তি ‘এটা সিরিয়ার জন্য’ বলে চিৎকার করছিল বলেও উল্লেখ করা হয়েছে।

এ ঘটনার পরপরই একজনকে আটক করেছে পুলিশ। হামলার ঘটনায় একজন গুরুতর আহত ও অপর দুইজন সামান্য আহত হয়েছেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস দমনকারী গোয়েন্দা শাখা এ ঘটনার তদন্ত করছে। এ ছাড়া পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ডাউনিং স্ট্রিট।

পুলিশের পক্ষ থেকে এ ঘটনাকে ‘সন্ত্রাসী ঘটনা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের কমান্ডার রিচার্ড ওয়াল্টন বলেন, ‘আমরা এটাকে একটা সন্ত্রাসী হামলা হিসেবেই দেখছি। আমি জনগণকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। তবে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।’

এক প্রত্যক্ষদর্শী জানান, এক ব্যক্তি ৩ ইঞ্চি লম্বা একটি ছুরি হাতে নিয়ে প্রথমে স্টেশনে দাঁড়িয়ে থাকা অপর ব্যক্তির ওপর ছুরিকাঘাত করে।



মন্তব্য চালু নেই