লাইক বাড়াতে রাষ্ট্রদূতের নীল নদে সাঁতার

দূতাবাসের ফেসবুক পেজে লাইক বাড়ানোর বাজি ধরে নীল নদ সাঁতরে পার হয়েছেন সুদানে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। রোববার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রদূত সুসান ব্লাঙ্কহাট জানান, সুদানের নেদারল্যান্ডস দূতাবাসের ফেসবুকের পেজের লাইক সংখ্যা যদি ১০ হাজার অতিক্রম করে তাহলে তিনি নীল নদ সাঁতরে পার হবেন বলে বাজি ধরেছিলেন। বাজির শর্ত পূরণ হওয়ায় তিনি খার্তুমে নীল নদ সাঁতরে পাড়ি দেওয়ার উদ্যোগ নেন। এ সময় যাতে নিরাপদ সাঁতারের বিষয়ে প্রচারণা চালানো যায়- এ জন্য তিনি দুটি দাতব্য সংস্থার সাহায্য নেন।

শনিবার ৬৩ বছরের সুসান খার্তুমে যখন নীল নদ সাঁতরে পার হচ্ছিলেন, তখন তার সঙ্গী ছিলেন ছয় ডাচ ও সাত সুদানি নারী। তাদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সুদানের লাইফগার্ডের সদস্যরা। তীরে পৌঁছার পর সুসানের সমর্থকরা ব্যাপক করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

পরে সুসান সাংবাদিকদের বলেন, ‘এটা ছিল অনেক চমৎকার, অনেক আনন্দের। আমি সবাইকে নীল নদে সাঁতার কাটার পরামর্শ দেব।’



মন্তব্য চালু নেই