লাইভ ভিডিও সুবিধা যুক্ত হচ্ছে ইনস্টাগ্রামে

ফেইসবুকের মতো লাইভ ভিডিও সুবিধা চালু করতে যাচ্ছে ছবি ও ভিডিও বিনিময়ের অ্যাপ ইনস্টাগ্রাম। গত গত শুক্রবার রুশ নিউজ সাইট টি জার্নালে লাইভ ভিডিও ফিচারসংবলিত ইনস্টাগ্রামের একটি স্ক্রিনশট প্রকাশিত হয়। ধারণা করা হচ্ছে, লাইভ ভিডিও নিয়ে পরীক্ষামূলক কাজ করছে ইনস্টাগ্রাম।

রাশিয়ার এক ব্যবহারকারীর চোখে প্রথম ধরা পড়ে ইনস্টাগ্রামের নতুন এই ফিচার। তার নেওয়া স্ক্রিনশটে দেখা গেছে, ইনস্টাগ্রামের ‘স্টোরিজ’ অংশের সর্বপ্রথম আইকনটিতে ‘লাইভ’ অপশন যুক্ত করা আছে।

আরো কিছু স্ক্রিনশটে দেখা গেছে, স্টোরিজ ইন্টারফেজে ‘গো ইন্সটা’ বাটন যুক্ত থাকতে, যেটি মূলত লাইভ ভিডিও সম্প্রচারের বাটন হিসেবে ব্যবহৃত হতে পারে।

তবে এ বিষয়ে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি।

উল্লেখ্য, অন্যান্য ছবি ও ভিডিও বিনিময়ের অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা করতে সম্প্রতি ‘স্টোরিজ’ ফিচার চালু করে ইনস্টাগ্রাম। ফিচারটি কাজে লাগিয়ে বন্ধুদের ভিডিও বার্তা পাঠানো যায়।



মন্তব্য চালু নেই