লালবাগে ৪৫ কোটি টাকার সাপের বিষ জব্দ : আটক ৩

রাজধানী ঢাকার লালবাগ থানাধীন ইরাকি কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ১২ পাউন্ড সাপের বিষসহ তিন জনকে আটক করেছে ল্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার দুপুর আড়াইটার দিকে ইরাকি কবরস্থান মাঠের পশ্চিম পার্শ্বের একটি ৪র্থ তলা বিল্ডিং এর নিচ তলার ফ্লাটে অভিযান চালিয়ে এসব উদ্ধার ও ওই তিনজনকে আটক করে র‌্যাব-১০ ব্যাটালিয়ন সদস্যরা।

আটককৃতরা হলেন, মো. আবুল হোসেন (৪৬), কাজী নাসির উদ্দিন (৩৬) ও আবু মুহিত আহমেদ (২৮)।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি মো. সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ জিল্লুর রহমান এর নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, ৬ রাউন্ড অ্যামোনিশন এবং ১২ পাউন্ড সাপের বিষসহ হাতেনাতে তিনজনকে আটক করা হয়।

আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সাপের বিষ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ওই সাপের বিষের আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা।



মন্তব্য চালু নেই