লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় বিএসএফের গুলিতে অমূল্য চন্দ্র বর্মণ (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে জেলার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত অমূল্য চন্দ্র বর্মণ হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার মহেশ চন্দ্র বর্মণের ছেলে।

এলাকাবাসী ও বিজিবি জানায়, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলার সীমান্তে ৬/৭ জনের গরু চোরাকারবারীরা সীমান্তের তারকাটা কাটছিল। এসময় ভারতের কোচবিহার ২১ বিএসএফ ব্যাটালিয়নের বড়মরিচা ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউ- গুলি ছুঁড়ে। এতে অমূল্য চন্দ্র বর্মণ ঘটনাস্থলেই মারা যান।

লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী বলেন, ‘এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে এবং পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।’



মন্তব্য চালু নেই