লাহোরে আত্মঘাতী বোমায় ২ সিনিয়র পুলিশ কর্তাসহ নিহত ১০, আহত ৫৮

পাকিস্তানের লাহোরে আত্মঘাতী বোমা হামলায় ঊর্ধ্বতন দুজন পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছে। সোমবার লাহোরে পাঞ্জাব গণপরিষদের বাইরের এই ভয়াবহ হামলায় আহত হয়েছে ৫৮ জন।

পাঞ্জাবের স্বাস্থ্যসচিব হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

পাঞ্জাব অ্যাসেম্বলি ভবনের বাইরে একটি বিক্ষোভ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। ওষুধ প্রস্তুকারী প্রতিষ্ঠানসমূহের সংগঠনের আয়োজনে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছিল। প্রাথিমিকভাবে জানা গেছে, অ্যাসেম্বলি ভবনের গেটের বাইরে চারিং ক্রসের পাশের সদাব্যস্ত মল রোডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশে পার্ক করে রাখা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী।

সোমবার রাতে ডন.কম জানায়, ওই হামলায় নিহতদের মধ্যে রয়েছেন পাঞ্জাব পুলিশের এসএসপি জাাহিদ গণ্ডাল ও লাহোর ট্রাফিক পুলিশের ডিআইজি ক্যাপ্টেন (অব.) আহমাদ মবিন। টেলিভিশনে সম্প্রচারিত লাইভ ফুটেজে ডিআইজি আহমাদকে বোমা হামলার কিছুক্ষন আগেও দেখা গেছে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছেন।



মন্তব্য চালু নেই