লিবিয়ায় প্রবেশ করছে আইএস

লিবিয়ায় সাম্প্রতিক মাসগুলোতে বিপুল সংখ্যক ইসলামিক স্টেট (আইএস) জিহাদি প্রবেশ করেছে। অন্যদিকে বেশ কয়েক হাজার জিহাদি ইরাক ও সিরিয়া ছেড়ে চলে গেছে।

বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দফতরের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

তিনি বলেন, লিবিয়ায় এখন প্রায় ৫ হাজার আইএস যোদ্ধা রয়েছে। আগের হিসেবে দেশটিতে ২ হাজার থেকে ৩ হাজার জিহাদি ছিল।

ওই কর্মকর্তা আরোও বলেন, এখন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে ইরাক ও সিরিয়ায় ১৯ হাজার থেকে ২৫ হাজার আইএস যোদ্ধা রয়েছে। এর আগে এই সংখ্যা ছিল ২০ হাজার থেকে ৩৩ হাজারের মধ্যে।



মন্তব্য চালু নেই