লিবিয়ায় বাংলাদেশিদের না যাওয়ার পরামর্শ

লিবিয়ায় বাংলাদেশি নাগরিকদের সফর না করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সেদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের চলাচলের ওপর সতর্কতা জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করেছে।

গত কয়েক বছর ধরে লিবিয়ায় সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করায় মন্ত্রণালয় এই সতর্কতা আরোপ করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়ায় চলমান সংঘর্ষ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে অভিবাসীসহ বাংলাদেশি নাগরিকদের সেখানে না যাওয়ার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই বিষয়ে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লিবিয়া ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হচ্ছে।



মন্তব্য চালু নেই