লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ৬০০ শরণার্থী উদ্ধার

লিবিয়ার পশ্চিম উপকূলে চারটি নৌকা থেকে বাংলাদেশিসহ ৬০০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। শনিবার লিবিয়ার নৌবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এদিকে একই দিন ইতালি উপকূল থেকে আরও ৯১০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।

লিবিয়ার নৌবাহিনীর কর্মকর্তা আইয়ুব কাশেম জানান, শনিবার ভূমধ্যসাগরে ইউরোপমুখী চারটি নৌকা থেকে তারা ছয়শ জনকে উদ্ধার করেছেন। এর মধ্যে একটি নৌকা ডুবে গিয়েছিল। ডুবে যাওয়া ওই নৌকার চার নারী যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনো বেশ কয়েকজন শরণার্থী নিখোঁজ রয়েছেন।

কাশেম জানান, উদ্ধার হওয়া শরণার্থীরা বাংলাদেশ ও সাব সাহারান আফ্রিকার দেশগুলোর নাগরিক। তবে এদের মধ্যে কতোজন বাংলাদেশের নাগরিক কিংবা তাদের পরিচয় কী- সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি এই কর্মকর্তা।

এদিকে ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে অভিযানে ভূমধ্যসাগর থেকে ৯১০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে শনিবার সিসিলি প্রণালী থেকে কোস্টগার্ড ৩৭৮ জনকে উদ্ধার করেছে। পৃথক অভিযানে ইউরোপীয় ইউনিয়ন বর্ডার এজেন্সি ফ্রনটেক্স ১১২ জন এবং ইউরোপীয় ইউনিয়নের ইইউএনএভিএফওআর মিশন ৪২০ জনকে উদ্ধার করেছে।



মন্তব্য চালু নেই