লিবীয় উপকূলে জাহাজডুবি : ২৩৯ শরণার্থীর মৃত্যু

লিবীয় উপকূলে দু’টি জাহাজডুবির ঘটনায় দুই শতাধিক শরণার্থীর মৃত্যু হয়েছে। অভিবাসন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে, ওই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়াদের ইতালির ল্যামপিদুসা উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। খবর বিবিসির।

জাহাজডুবির ঘটনায় এখন পর্যন্ত ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, লিবীয় উপকূলে দু’টি জাহাজডুবির ঘটনায় কমপক্ষে ২শ’ ৩৯ শরণার্থীর মৃত্যু হয়েছে।

শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থার মুখপাত্র লিওনার্ড দোইলে জানিয়েছেন, বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিতে গিয়ে এ বছর ভূমধ্যসাগরে ৪ হাজার ২শ’র বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, অতীতের তুলনায় এ বছরই সবচেয়ে বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার শরণার্থী সাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।



মন্তব্য চালু নেই