লিবীয় উপকূলে ২৫ শরণার্থীর মৃতদেহ

লিবীয় উপকূলে ২৫ শরণার্থীর মৃতদেহ ভেসে উঠেছে। বৃহস্পতিবার মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে রেড ক্রিসেন্ট সোসাইটির এক কর্মকর্তা।

নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিল। তাদের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। গত এক সপ্তাহে লিবীয় উপকূলে বেশ কয়েকটি নৌডুবির ঘটনা ঘটেছে। নৌডুবির কারণেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে লিবীয় কোস্টগার্ডের একমুখপাত্র জানান, ওই মৃতদেহগুলো উদ্ধারের আগে কোনো নৌকা তাদের চোখে পড়েনি। আর দু`দিন ধরে ওই এলাকার আবহাওয়াও বেশ স্বাভাবিক।



মন্তব্য চালু নেই