ডাচ-বাংলা এটিএম বুথে ডাকাতি

লুট হওয়া টাকা হাওয়া : খালি ট্রাঙ্ক উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে লুট হওয়া টাকার ট্রাঙ্ক ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে উদ্ধার করা হয়েছে। খালি দুইটি ট্রাঙ্ক ছাড়াও ডাচ-বাংলা ব্যাংকের একটি এটিএম কার্ড ও দুইটি স্প্রে বোতল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আছিম ইউনিয়নের বাশঁদি এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ বিকেলে ফুলবাড়িয়া থানায় পৌঁছে ডাচ-বাংলা ব্যাংকের বুথে লুটের ঘটনায় এগুলো ব্যবহৃত হয়েছে বলে নিশ্চিত করে।

ফুলবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রিফাত খান রাজিব জানান, আছিম বাজারের কাছে বাশদির নামকস্থানে দুইটি খালি ট্রাঙ্ক ও ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম কার্ডসহ দুইটি স্প্রে বোতল রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশকে বিষয়টি শনাক্ত করার জন্য অবহিত করা হলে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ নিশ্চিত করে।

প্রসঙ্গত, গত রাতে গাজীপুরের কালিয়াকৈরে ডাচ-বাংলা ব্যাংকের বুথ থেকে এক কোটি ৮৪ লাখ টাকা লুটের ঘটনা ঘটে।



মন্তব্য চালু নেই