লেজবিহীন তিমি

নিউজিল্যান্ডের একটি উপকূলে এই প্রথম দেখা মিলেছে লেজবিহীন একটি তিমির। বিবিসি জানিয়েছে, দেশটির সাউথ আইল্যান্ড অঞ্চলের উত্তর-পূর্ব উপকূল কাইকোরাতে সোমবার দেখা যায় তিমিটি। এর আগে কোথাও এ ধরনের তিমির দেখা মেলেনি।

স্থানীয় প্রাণি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মাইক মরিসে জানান, তিমিটি কিভাবে তার লেজটি হারিয়েছে তা এখনো নিশ্চিত না। তবে মাছ ধরার কোনো জালে আটকা পড়ে লেজ হারিয়ে থাকতে পারে তিমিটি। বিবিসিকে তিনি বলেন, দেখতে অত্যন্ত আহত মনে হলেও তিমিটি ভালোভাবেই তার কাজকর্ম করছিল।

মরিসে বলেন, ‘এটাকে দেখে স্বাস্থ্যবানই মনে হয়েছে। এটা পানিতে আঁকাবাঁকা হয়ে সাতার কাটছিল এবং এদিক সেদিক ঘুরে বেড়ানোর জন্য নিজের পাখনা ব্যবহার করছিল।’

তিমিরা সাগরে প্রায়ই মাছ ধরার জালে আটকা পড়ে। এতে তারা আহত হয়। আবার কখনো কখনো মারাও যায়। তিমিটির লেজের দিকে ছোট কিছু আঘাতের চিহ্ন দেখা যাচ্ছিল জানিয়ে মরিসে বলেন, এটা এক বছর আগে আহত হয়েছিল বলে মনে হচ্ছিল।



মন্তব্য চালু নেই