লোকাল বাসে উত্ত্যক্তের শিকার ‘বিশ্বজয়ী’ মেয়েরা

লোকাল বাসে বাড়ি ফিরেছে ময়মনসিংহের কলসিন্দুরের মেয়েরা। আর বাসে শিকার হয়েছে উত্ত্যক্তের। এই মেয়েরা এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে গ্রুপ পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন দলের সদস্য। গত সোমবারই মেয়েরা শেষ ম্যাচ খেলেছে।

ঈদের ছুটি কাটাতে মঙ্গলবার মহাখালী বাসস্ট্যান্ড থেকে একটি লোকাল বাসে করে বাড়ির দিকে রওনা দেয় দলে থাকা কলসিন্দুরের মেয়েরা। তাঁদের সঙ্গে ছিল না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কেউ বা কোনো অভিভাবক।

বাসে অশ্লীল কটূক্তির শিকার হয়েছে বলে অভিযোগ করেছে মার্জিয়া-নাজমা-তাসলিমারা। যা নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বস্তরে। ক্ষোভ প্রকাশ করেছেন তাদের অভিভাবকরাও।

ফুটবলারদের একজন বলে, ‘বাসে বসা কয়েকজন বিশ্রী ভাষায় গালিগালাজ করে আমাদের।’ ফুটবলারদের একজন অভিভাবক বলেন, ‘বিশ্বের মধ্যে এরা নাম করেছে। এখন খারাপ লাগছে শুনে, মেয়েদের একটা লোকাল বাসে করে এভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা সরকারের ঠিক হয়নি। ফুটবল ফেডারেশনের ঠিক হয়নি।’

কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মালা রানী সরকার বলেন, ‘আমাদের বলা হয়, মেয়েদের আনার দায়িত্ব ফুটবল ফেডারেশনের।’



মন্তব্য চালু নেই