লড়াইয়ে নেমেছেন ‘রাতের কন্যা’

বর্ণ বৈষম্যের শিকার যেসব মানুষ অধিকারের লড়াই চালিয়ে এসেছেন, তাদের হাত থেকে মশাল নিয়ে এবার একাই এগিয়ে চলেছেন খোউদিয়া দিওপকে।

সোশ্যাল মিডিয়ায় সে এখন `ডটার অব দ্য নাইট’ বলে পরিচিত। কালো বলে ছোটবেলা থেকেই তিরস্কার সহ্য করতে হতো ১৯ বছরের আফ্রিকান মডেল খোউদিয়া দিওপকে। দিওপের ১৫ বছর বয়সে সেনেগাল থেকে পাকাপাকিভাবে ফ্রান্সে চলে আসে তার পরিবার। কিন্তু সেখানেও প্রতি পদে বিদ্রূপের শিকার হতে হতো তাকে। তবে হেরে যাওয়ার পাত্রী নন দিওপ। উল্টো দিকে বইতে থাকা জীবনকে বোঝাতে শুরু করলেন, তার থেকে সুন্দর এই পৃথিবীতে আর কেউ নেই।

সমাজ তাকে যত দূরে সরিয়ে রেখেছে, নিজেকে তিনি আরো বেশি আপন করেছেন। নিজেরই প্রেমে পড়েছেন আরো বেশি করে।

জীবনের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে দিওপ জানান, আমার বেড়ে ওঠার বয়সে সবাই কতই না উপহাস করেছে। যত বেশি মানুষ আমাকে বিদ্রূপ করেছে, নিজেকে তত বেশি ভালোবেসেছি। এই মনোভাব ভীষণভাবে সাহায্য করেছে আমায়।

আজ আফ্রিকার একজন সফল মডেল ‘কৃষ্ণকলি’। সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত ২ লাখেরও বেশি। নোটিফিকেশন ভরে যায় প্রেমের প্রস্তাবে। ‘রাতের কন্যার’ নানা মুহূর্তের ছবি ধরা পড়েছে ‘মিলানিন ডট গডেজ’ নামে ইনস্টাগ্রাম প্রোফাইলে।



মন্তব্য চালু নেই