‘শত্রুর ট্যাংক হবে সেদ্ধ কুমড়া’

নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের দাবি, তার দেশ এমন এক ট্যাংক বিধ্বংসী অস্ত্র বানিয়েছে যার আঘাতে শত্রুর ট্যাংক মুহুর্তেই ‘সেদ্ধ কুমড়ায়’ পরিণত হবে।

রাষ্ট্রীয় টেলিভিশনে এই বিধ্বংসী অস্ত্রের মালিক হওয়ার ঘোষণা দিয়েছেন নর্থের নেতা।

রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ পরিবেশিত খবরে দাবি করা হয়, নতুন এই ট্যাংক বিধ্বংসী রকেটগুলো লেজার নিয়ন্ত্রিত। বিশ্বের যে কোনো অ্যান্টি-ট্যাংকের তুলনায় এই ক্ষেপণাস্ত্র সবচেয়ে দূরবর্তী লক্ষ্যতে আঘাত করতে সক্ষম। নতুন এই অস্ত্র দিয়ে ঠিক স্নাইপার রাইফেলের মতো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুকে ধ্বংস করা যায়।

তবে সামরিক বিশেষজ্ঞদের মতে, নিয়মিত বিরতিতে নর্থের এইসব সামরিক সাফল্যের খবর বেশিরভাগই বানোয়াট। কারণ জ্বালানী সঙ্কট, দারিদ্র দেশটির নিত্য সঙ্গী। বাস্তবতা হলো দেশটির সামরিক বাহিনী এখনো আধুনিকতা থেকে অনেক দূরে।



মন্তব্য চালু নেই