শত কোটি টাকার পাথর নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

দেশের অন্যতম বৃহৎ পাথর কোয়ারি বিছনাকান্দি এলাকায় শত কোটি টাকার পাথর মজুদ করে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

লাভের আশায় শীত মৌসুমে কোয়ারি থেকে পাথর সংগ্রহ করে বিছনাকান্দি এলাকার বিভিন্ন স্থানে মজুদ করে রাখেন ব্যবসায়ীরা। কিন্তু এবার সড়কের বেহাল দশার কারণে বিছনাকান্দি থেকে দেশের বিভিন্ন স্থানে পাথর সরবরাহ করতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে বেকায়দায় পড়েছেন তারা।

পাথর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছর শীত মৌসুমে বিছনাকান্দি পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর মজুদ করে আশপাশের এলাকায় রাখা হয়। শীত মৌসুমের পরে ধীরে ধীরে পাথর বিক্রি করেন ব্যবসায়ীরা।

গত শীত মৌসুমেও পাথর ব্যবসায়ীরা বিছনাকান্দি কোয়ারি থেকে শত কোটি টাকার পাথর মজুদ করে রাখেন। কিন্তু মজুদকৃত পাথর নিয়ে এবার তারা বিপাকে পড়েছেন।

বিছনাকান্দি এলাকার পাথর ব্যবসায়ী জয়নাল আবেদীন, সুমন আহমদ ও আশরাফ হোসেন জানান, বিছনাকান্দির সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম সিলেট-ভোলাগঞ্জ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্তমানে ওই সড়কটি দিয়ে পাথরবাহী ট্রাকের চলাচল অসম্ভব হয়ে পড়েছে। ফলে মজুদকৃত পাথর বিক্রি করা সম্ভব হচ্ছে না।

তারা জানান, লাভের আশায় ব্যবসায়ীরা শত কোটি টাকার পাথর মজুদ করে রাখলেও এবার তা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।



মন্তব্য চালু নেই