শনিবার থেকে সপ্তাহব্যাপী পুলিশের বিশেষ অভিযান

রাজধানীতে আগামী শনিবার (১৪ মে) থেকে সপ্তাহব্যাপী পুলিশের বিশেষ অভিযান শুরু হচ্ছে। আসন্ন পবিত্র শব-ই-বরাত ও মাহে রমজানে ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়।

বিভিন্ন অপরাধ বিশেষত চুরি, দস্যুতা, ডাকাতি, মারামারি, শুটিং ইনসিডেন্ট, খুন, অজ্ঞান ও মলম পার্টির অপতৎপরতা ঠেকাতে এ বিশেষ অভিযান পরিচালিত হবে। মঙ্গলবার (১০ মে) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, রমজান মাসে মার্কেটগুলোতে চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও ইভটিজিং এর মতো অপতৎপরতা ঠেকানোর জন্য এবার থাকছে পূর্ব পরিকল্পনা ও প্রতিরোধ মূলক কার্যক্রম। এ অভিযানে সব ধরনের তালিকাভুক্ত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী গ্রেফতার, মাদক বিরোধী অভিযান পরিচালনা, গ্রেফতারি পরোয়ানা তামিল, তদন্তাধীন মামলার আসামি গ্রেফতার, অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য কার্যকরভাবে নিয়ন্ত্রণসহ বিভিন্ন আবাসিক এলাকা, বস্তি, মেস ও আবাসিক হোটেল ব্লকরেইড কার্যক্রম পরিচালনা করা হবে।

আগামী ১৪ থেকে ২০ মে পর্যন্ত পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হবে।



মন্তব্য চালু নেই