শমসের এসেছিলেন সুবিধা নেয়ার জন্য

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেছেন, ‘শমসের মবিন বিএনপিতে এসেছিলেন কিছু সুযোগ-সুবিধা নেয়ার জন্য। ভেবেছিলাম বিএনপি নির্বাচন করলে ক্ষমতায় আসবে এবং তিনি পররাষ্ট্রমন্ত্রী হবেন। কিন্তু তার সে স্বপ্ন পূরণ কঠিন হয়ে যাওয়ায় তিনি পদত্যাগ করেছেন।’

বৃহস্পতিবার বিকেল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শমসের মবিন প্রসঙ্গে জয়নাল আবেদীন আরো বলেন, ‘যে ব্যক্তি একটি মামলার চাপ সহ্য করতে পারে না তার দল ত্যাগ করাই ভালো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অনেক মামলা আছে। আমার বিরুদ্ধে বোমা হামলার পাঁচটি মামলা আছে, আমরা তো দলত্যাগ করিনি।’

৭ নভেম্বর জিয়াউর রহমানকে বন্দীদশা থেকে মুক্ত করতে না পারলে দেশের অবস্থা কী হতো এটা হয়তো আমরা কেউ উপলব্দি করি না মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, ‘৭ নভেম্বরের আগের অবস্থা থেকে দেশের আজকের অবস্থা কোনো অংশে কম নয়।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ইতোমধ্যে দেশে আসবে। তার গণতন্ত্রের আন্দোলন কখনও ব্যর্থ হবে না । এরশাদ পতন হয়েছে। নব্য হিটলার ও বেশিদিন ক্ষমতায় টিকে থাকবে না।’

সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ব্যাপারীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, রফিক শিকদার, মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।



মন্তব্য চালু নেই