শরণার্থী ইস্যুতে ডেনমার্ক-জার্মানি রেল যোগাযোগ স্থগিত

জার্মানির সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে স্থগিত করেছে ডেনমার্ক। ডেনমার্ক সীমান্তে কয়েক শ’ শরণার্থীকে পুলিশ আটকে দেওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

একই সঙ্গে ডেনমার্ক পুলিশ দু’দেশের মধ্যে সড়ক যোগাযোগও বন্ধ করে দিয়েছে। এদিকে আশ্রয়প্রার্থীদের পুলিশ জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার পর তাদের কেউ কেউ উত্তর দিকে হাঁটতে শুরু করেছে। তারা জানিয়েছে, তাদের গন্তব্য সুইডেন।

এ সব শরণার্থীর অনেকেই ট্রেন থেকে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন। কারণ তারা ডেনমার্কে নিবন্ধিত হতে ইচ্ছুক নন।

শরণার্থীদের সবচেয়ে পছন্দের গন্তব্য সুইডেন। কারণ দেশটি সিরিয়ান সব আশ্রয়প্রার্থীকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ডেনমার্কের নতুন মধ্য-ডানপন্থী সরকারও অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছে। চলতি বছরের জুনের নির্বাচনে জয়ী হওয়ার পর দেশটির সরকার নতুন অভিবাসীদের সুযোগ-সুবিধা কমিয়ে দিয়েছে। অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

গত সপ্তাহ থেকে ডেনমার্কে প্রায় তিন হাজার অভিবাসন প্রত্যাশী প্রবেশ করেছে।

বর্তমানে বড় ধরনের অভিবাসী সঙ্কট মোকাবেলা করছে ইউরোপীয় ইউনিয়ন। সদস্য দেশগুলোর মধ্যে কোটার ভিত্তিতে এক লাখ ২০ হাজার শরণার্থীর আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন।

এদিকে সিরিয়া থেকে ১২ হাজার শরণার্থীকে নিজ দেশে জায়গা দেওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবোট।



মন্তব্য চালু নেই