শরীরের কোথায় ট্যাটু করালে আপনি থাকবেন নিরাপদ

আধুনিক ফ্যাশন ও স্টাইলের ব্যতিক্রমী এবং জনপ্রিয় অনুষঙ্গ ট্যাটু। কিন্তু শরীরের যেখানে সেখানে ট্যাটু আঁকা স্বাস্থ্য সচেতনতার লক্ষণ নয় বলেই মনে করেন চিকিৎসকরা। ট্যাটু থেকেও হতে পারে একাধিক সমস্যা। তাই কোথায় কোথায় ট্যাটু করা উচিত নয় জেনে নিন।

– সাধারণত ট্যাটু আঁকা হয় শরীরের অপেক্ষাকৃত খোলা অংশে। তাই সেই অংশে সূর্যের আলো পড়ে সরাসরি। যে রং দিয়ে ট্যাটু আঁকা হয় সূর্যের আলোর সংস্পর্শে এসে তা ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে।
– পিঠের নীচের অংশ অপেক্ষাকৃত সংবেদনশীল। তাই এই অংশে ট্যাটু না আঁকাই ভালো।
– বুকের ত্বক ভীষণই সংবেদনশীল। তাই শরীরের এই অংশে ট্যাটু করলে অ্যালার্জি ও ফুসকুড়ি বেরোতে পারে। এমনকি চুলকানির ফলে ত্বকের উপরের অংশে দেখা দিতে পারে ফোলা ভাব। তাই ওই অংশে ট্যাটু না আঁকাই ভালো।
– পিঠ, হাত ও আঙুলের উলটো দিকের অংশ নরম ও সংবেদনশীল। তাই এই অংশে ট্যাটু করানোর সময় রক্তপাত হতে পারে। ত্বকে ট্যাটুর নকশা ছাড়াও পড়ে যেতে পারে দাগ। সুতরাং, এই অংশগুলিতে ট্যাটু না করানোই ভালো বলে মনে করেন চিকিৎসকেরা।



মন্তব্য চালু নেই