শরীয়তপুরে ঐতিহাসিক ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি : বাংলার স্ইে ঐতিহ্যবাহী খেলা ধূলার মধ্যে হাডুডু অন্যতম। হাডুডুর শব্দ একগ্রাম থেকে অন্যগ্রামে ছড়িয়ে পড়তো ছড়া কাটতে কাটতে প্রতিযোগীদের গায়ে জয়ের আনন্দের কোন তুলনা হয়না এ যেন চাঁদের হাসিঁ বাধ ভাঙ্গা উজ্জল আলো ।

এ হাডুডু খেলা আনন্দ ভাগাভাগি করতে ভেদরগঞ্জ অটোশ্রমিকদের মধ্যে ক্রিড়া প্রতিযোগীতার আয়োজন করেন। মহিসার অটোবাইক, অটোশ্রমিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। শনিবার বিকেলে ১৮ নং দক্ষিণ মহিসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নজরুল ইসলাম ও মোস্তফা সরদারের পরিচালনায় বিকাল ৫ ঘটিকায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয় অটোবাইক বনাম অটোরিক্সার মধ্যে।

হাডুডু খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আ: মান্নান হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, মহিসার ইউনিয়ন চেয়ারম্যান হাজি নুরুল ইসলাম সিকদার, মহিসার ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আমির হোসেন সরদার, বিশেষ অতিথি ১৮ নং দক্ষিন মহিসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফা খানম লতা।

আরো উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের মেম্বার মনিরুজ্জামান (মনির) হাওলাদার, ভেদরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাসেম খান, ভেদরগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর ফরিদা ইসলাম, ভেদরগঞ্জ উপজেলার কৃষক লীগের আহবায়ক শাহজাহান মোড়ল, চট্টগ্রাম বিশিষ্ট ব্যবসায়ী আ: রাজ্জাক হাওলাদার সহ প্রমুখ। খেলায় জয়লাভ করে অটোবাইক শ্রমিক। অবশেষে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই