শরীয়তপুর ভেদরগঞ্জে শুভ জন্মাষ্টমী উৎসব পালিত

রাজিব হোসেন রাজন, শরীয়তপুর : বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুর ভেদরগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আযয়োজনে উপজেলা সদরের শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণ জন্মাষ্টমী উৎসবের র্যালী আয়োজন করা হয়।র্যালী পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি ননী গোপাল দেবনাথ।

বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের কমিশনার শাকির বেপারি, পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক যাদব মন্ডল, পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি কুশোল চন্দ্র দাস, পূজা উদযাপন কমিটির যুগ্নসাধারন সম্পাদক লক্ষন চন্দ্র দাস, পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক পিন্টু লাল সাহা সহ প্রমুখ।

বর্নাঢ্য আনন্দ শোভা যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গৈড্যা বাড়ৈই পাড়া ৫ নং ওয়ার্ড শ্রী শ্রী দূর্গা মন্দিরে গিয়ে শেষ হয়।এতে ভেদরগঞ্জের হিন্দু সম্প্রদাযয়ের শতশত নারী পুরুষ অংশ গ্রহন করে।



মন্তব্য চালু নেই