শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন নৌবাহিনীর ৯৩ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দক্ষিন সুদানে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-২ এ যোগদানের উদ্দেশে ৯৩ জন নৌসদস্যের প্রথম দল আজ শুক্রবার ত্যাগ করেছে।

শুক্রবার সন্ধ্যায় আইএসপিআরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৌবাহিনীর এই ইউনিট গত ২০১৫ সাল হতে দক্ষিন সুদানের নদী পথে জাতিসংঘের সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া, এই মেরিন ইউনিট বেসামরিক ব্যক্তিবর্গকে নিরাপত্তা প্রদানসহ জরুরি পরিস্থিতিতে ডুবুরি সরবরাহ এবং স্থানীয় বেসামরিক ব্যক্তিবর্গকে চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে। আগামী ২৮ জুন ২০১৬ তারিখে দ্বিতীয় গ্রুপে আরও ১০৭ জন নৌসদস্য দক্ষিন সুদানের নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-২ এ যোগ দিতে ঢাকা ত্যাগ করবে।



মন্তব্য চালু নেই