শাহজালালের তিন ফ্লাইট নামল শাহ আমানতে

ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেয়ে তিনটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমান তিনটি মালয়েশিয়ার কুয়ালালামপুর ও নেপালের কাঠমান্ডু থেকে ছেড়ে এসেছিল।

শুক্রবার দিবাগত রাত ১২টার পর বিমান তিনটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির জানান, রিজেন্ট এয়ারওয়েজের কুয়ালালামপুর থেকে আসা একটি ফ্লাইট রাত ১২টা ৬ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। এরপর রাত ১২টা ১১ মিনিটে কাঠমান্ডু থেকে এবং ১২টা ২৯ মিনিটে কুয়ালালামপুর থেকে আসা মালিন্দ এয়ারের দুটি ফ্লাইট অবতরণ করে।

ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও ঘন কুয়াশার কারণে তা সম্ভব হয়নি।

রাতেই মালিন্দ এয়ারের একটি এবং রিজেন্টের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে শাহ আমানতের ট্রাফিক কন্ট্রোল কক্ষ থেকে জানানো হয়।

এছাড়া রিজেন্টের ফ্লাইটটি রাত ১টা ৩৯ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে এয়ারলাইন্সটির চিফ অপারেটিং অফিসার আশিষ রায় চৌধুরী জানান।



মন্তব্য চালু নেই