‘শাহরুখ পাকিস্তানি দালাল’

বলিউড কিং খ্যাত অভিনেতা শাহরুখ খানকে পাকিস্তানের দালাল বললেন বিশ্ব হিন্দু পরিষদের বিতর্কিত নেত্রী সাধ্বী প্রাচী। জন্মদিনে কিং খানের অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার বিরুদ্ধে এভাবেই মন্তব্য করেছেন এ নেত্রী। সঙ্গে এও জানিয়েছেন তাকে পাকিস্তানেই পাঠিয়ে দেওয়া উচিত।

শাহরুখকে পাকিস্তানি দালাল উল্লেখ করে সাধ্বী প্রাচী বলেন, ‘পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বলে শাহরুখ বিশ্বাসঘাতকতা করেছেন। তার এ কারণে শাস্তি হওয়া উচিত। শুধু শাহরুখ নয় অন্যান্য যারা পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বলে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করছেন তাদের সকলের সাজা হওয়া উচিত।’

এর আগে নিজের ৫০ তম জন্মদিনে দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলেছিলেন শাহরুখ। তিনি বলেছিলেন, ‘ভারতজুড়ে তীব্র অসহিষ্ণুতার হাওয়া বইছে। যারা এর প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, তাদের আমি সম্মান জানাই। প্রয়োজনে আমিও একই রাস্তায় হাঁটব। তবে আমাকে এটি করতে হবে না।’

তিনি আরো বলেছিলেন, ‘অস্থিতিশীল এ পরিস্থিতি কোনো ছোট ব্যাপার নয়, এটি অনেক বড় একটি ইস্যু। ধর্ম নিরেপেক্ষ এই দেশে ধর্মীয় অসহিষ্ণুতা তৈরি কোনো দেশপ্রেমিক মানুষের কাজ নয়।’

শাহরুখের সেই মন্তব্যের পরই এমন মন্তব্যে করেন সাধ্বী। কিন্তু তারপরই সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে।

শাহরুখের পাশে দাঁড়িয়ে জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অপর্ণা সেন টুইটারে জানান, এ ধরনের মন্তব্য করার জন্য সাধ্বীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। বাক স্বাধীনতা রোধের প্রতিবাদে সবাই মিলে রাষ্ট্রপতিকে যৌথ চিঠি পাঠানোর আহ্বান জানিয়েছেন অপর্ণা সেন।



মন্তব্য চালু নেই