শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. সাবিনা ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যে বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন- প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান ও সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা পারভীন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেন।

উপাচার্য বলেন, ‘হামলা হয়েছে কি না তা খতিয়ে দেখতেই কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত বলা যাবে।’

উল্লেখ্য, উপাচার্যের পদত্যাগের দাবিতে রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ নামে শিক্ষকদের এই সংগঠন।

এসময় ছাত্রলীগের হামলায় আন্দোলনরত সাতজন শিক্ষক আহত হন।



মন্তব্য চালু নেই