জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

শিক্ষকের উপড় হামলাকারী তারেক ঢাকায় গ্রেফতার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড. সুব্রত কুমার দে র উপর হামলাকারীর মূলহোতা হায়দার কনস্ট্রাকশনের ঠিকাদার তারিকুল ইসলাম কে গ্রেফতার করেছে ঢাকা তেজগাঁও থানা পুলিশ।

আজ ৩১ আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে প্রফেসর ড. সুব্রত কুমার দে র উপর হামলাকারীর মূলহুতা হায়দার কনস্ট্রাকশনের ঠিকাদার তারিকুল ইসলাম কে গ্রেফতার করেছে ঢাকা তেজগাঁও থানা পুলিশ।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট সন্ধা ৭ টার দিকে ময়মনসিংহ গাঙ্গিনাপার, অলকা নদী বাংলার সামনে প্রফেসর ড. সুব্রত কুমার দে এর উপর ১৫-২০ জন দুষ্কৃতিকারী অতর্কিত হামলা চালায় এবং বেদম প্রহার করে। স্থানীয় জনতা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁর মুখ, মাথা, বুকসহ সারা শরীরে আঘাত করে দুষ্কৃতিকারীরা।

ন্যাক্কারজনক এই ঘটনার পরক্ষণেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে গত ২৬ আগস্ট রাতেই রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয় (মামলা নং- ৯৫)।



মন্তব্য চালু নেই