‘শিগগির সমাধান হচ্ছে ভ্যাট সমস্যা’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট নিয়ে আলোচনার দ্বার খোলা আছে। এই বিষয়ে খুব শিগগির সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ছুটি ঘোষণা করা হচ্ছে’ সাংবাদিকদের এমন কথার জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বার তো রুদ্ধ নয়। আমি আশা করি তারা সরকারের সঙ্গে আলোচনায় বসবে।’

‘ভ্যাট আরোপের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে কি না’ জানতে চাইলে তিনি বলেন, ‘পুনর্বিবেচনা তো সব সময়েই করি। এটা কোন রিজিট পজিশন নয়। আমরা একটা পদক্ষেপ নিয়েছি। আশা করছি এর সুষ্ঠু সমাধান হবে।’

এ বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে। কোমলমতি ছাত্রদের কথা আমাদের ভাবতে হবে।’

সরকারি বিশ্ববিদ্যায়য়ের শিক্ষকদের পে-স্কেল প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটা নিয়ে বসতে হবে। তাদের পদের পাঁচ থেকে ছয়টা ধাপ আছে। সেগুলোর পিরামিডটা কোথাও হয়তো কম-বেশি আছে।’

‘সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করছেন, সেটা ঠিক নয়’ আবারো এ দাবি করে তিনি বলেন, ‘বেতন কমিশন একটা প্রতিবেদন দিয়েছে। তাদের সম্মান বা মর্যাদার কোন হানি হয় নাই।’

প্রসঙ্গত, সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পে-স্কেল সংক্রান্ত বিষয়টি বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আলোচনার কথা রয়েছে। পদাধিকার বলে এ কমিটির প্রধান হচ্ছেন অর্থমন্ত্রী। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকরা অর্থমন্ত্রী মুহিতের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে আলোচনায় বসবেন না বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘না, না, ঠিক আছে। না বসলে, না বসবে। আমার নেতৃত্বাধীন এ কমিটিই সব সময় কাজ করে আসছে।’

তোফায়েল আহমেদ এ প্রসঙ্গে বলেন, ‘তারা যদি বসতে না চান, তাহলে কী করার আছে। সমস্যার সমাধান চাইলে আলোচনার বিকল্প নেই।’



মন্তব্য চালু নেই